ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার আল-ঢালিয়া প্রদেশ এ হামলা হয় বলে জানায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি।
স্থানীয় গণমাধ্যম বলছে, হুতি বিদ্রোহী সন্দেহে একটি ভবনে বিমান হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তবে এ হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি সৌদি আরব।
ইরান বলছে, ইয়েমেনের সাধারণ নাগরিকদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধের শামিল। দেশটির অভিযোগ সৌদি আরবকে অস্ত্র দিয়ে যুদ্ধে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠি এবং রিয়াদের মধ্যকার এ সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানায় তেহরান।
Leave a reply