মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিখোঁজ হকার মোঃ দেলোয়ার হোসেনের(৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। দেলোয়ার লৌহজংয়ের মেদেনিমন্ডল গ্রামের মোবারক হোসেন এর ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া লঞ্চঘাট থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরীদল ও নৌ-পুলিশ সদস্যরা।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে একটি লঞ্চ থেকে আরেকটি লঞ্চে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায় পানিতে। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার একটি ঝোঁপ থেকে বুধবার সকালে নিখোঁজের ৪ দিন পর মো.জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বাঘরা এলাকার আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। জাহিদুল পূর্ব বাঘরা এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে। সে বাঘরা এলাকার চাঞ্চল্যকর শাহাবুদ্দিন হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মো. রুবেলের ছোট ভাই।
Leave a reply