পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেশি মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন ইউপি সদস্য রয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য চক উথুলী গ্রামের মৃত আছিল উদ্দিনের ছেলে আরজান আলী (৪৮) ও অমৃতকুন্ডা গ্রামের আবেদ আলীর ছেলে সুজন আলী (২৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিম অভিযান চালিয়ে উথুলী ফায়ার সার্ভিস এর সামনে থেকে ৫ লিটার দেশি মদসহ ইউপি সদস্য আরজান আলী ও সুজনকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a reply