এবার ভারতীয় বিমান বাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। আজ বুধবার সকাল ১০টার দিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে এ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।
এসময় বিমানটির দুজন পাইলটই সফলভাবে নিরাপদ অবতরণ করতে সক্ষম হয়েছে বলেও জানা যায়।
ভারতীয় বিমানবাহিনীর মিগ ২১ মডেলের বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিতে উড্ডয়ন করার পরই রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।
চলতি বছরজুড়ে কোন রকম যুদ্ধ ছাড়াই বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হবার ঘটনা ঘটেছে ভারতীয় বিমানবাহিনীতে। এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন।
চলতি বছরে পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম।
Leave a reply