মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। বুধবার রাতে মনিপুরী পাড়ার বাসায় থেকে তাকে আটক করে র্যাব।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) একজন প্রভাবশালী পরিচালক। অভিযোগ আছে, তার নেতৃত্বে একটি গ্রুপ স্থানীয় যুবলীগের কিছু নেতার যোগসাজশে ক্লাবে ক্যাসিনোসহ বেশ কিছু অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিল। এছাড়া, নানা আর্থিক অনিয়মের অভিযোগও আলোচিত হচ্ছিল ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে ঘিরে।
অবৈধ ক্যাসিনো ও মাদক ব্যবসা বন্ধে রাজধানীর কয়েকটি ক্লাবে র্যাবের অভিযানের পর গত রোববার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবেও অভিযান চালায় পুলিশ। ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। তবে, লোকমান দাবি করে আসছিলেন, রাজনৈতিক চাপের মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন।
Leave a reply