রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তা সংকট বাড়াচ্ছে । তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী । আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি আয়োজিত এক সেমিনারে ওই কথা বলেন মতিয়া।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা শরণার্থী ও বহুমাত্রিক সংকটে বাংলাদেশ শিরোনামে ওই সেমিনারের আয়োজন করা হয় । এতে মূল প্রবন্ধ পাঠ করেন স্থপতি ইকবাল হাবিব।
সেমিনারে বক্তারা জানান, দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় এখন বাংলাদেশকে হিমশিম খেতে হচ্ছে । দুই বছরে ৭২ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। মাদক ব্যবসা ছাড়াও আশ্রিত রোহিঙ্গারা কক্সবাজার এলাকায় সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে ।
Leave a reply