ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ভুল থাকায় শিক্ষার্থীরা তিন নম্বর ফ্রি পাবেন। এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমদ চৌধুরী।
তিনি বলেন, যারা ওই প্রশ্নটির উত্তর করেছে তাদের বিষয়টি একটু বিবেচনা করা হবে। আমাদের পদার্থ বিজ্ঞানের যেসব শিক্ষক ওই প্রশ্নটি মূল্যায়ন করবেন তাদের শিক্ষার্থীদের পক্ষে উত্তর মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।
২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান লিখিত অংশের প্রথম প্রশ্নের ইংরেজি অনুবাদে আদি বেগ দেওয়া থাকলেও বাংলায় সেটি ছিল না। বাংলায় প্রশ্নটি ছিল- ‘সমবেগে চলন্ত ২ হাজার ৫০০ কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে ২ হাজার ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল ও থামার সময় নির্ণয় করো।’ এখানে কোনো আদি বেগ উল্লেখ না থাকলেও এর ইংরেজি অনুবাদে গাড়িটির সেকেন্ডে ৫০ মিটার আদি বেগের কথা বলা হয়েছে৷
Leave a reply