ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসুর বৈঠকে সর্বসম্মতিভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন না।
এছাড়া সভায় ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেটে তোলার প্রস্তাব করেছেন ডাকসু এজিএম সাদ্দাম হোসেন। বৈঠকে সান্ধ্যকালীন কোর্সের জন্য নিয়মিত কোর্সের জন্য ক্ষতি না হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।
Leave a reply