৫ হাজার ২শ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের বিনিময়ে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স কিনে নিচ্ছে ওয়াল্ট ডিজনি। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মিডিয়া জগতের পরাক্রমশালী দুই কর্তৃপক্ষ।
এই বিক্রির ফলে ফক্সের চলচ্চিত্র, কেবল নেটওয়ার্ক, স্পোর্টস চ্যানেল এবং টেলিভিশন স্টুডিওর মালিক বনে যাবে ডিজনি। পাশাপাশি স্কাই নিউজে ফক্সের মালিকানাধীন ৩৯ শতাংশ শেয়াররেরও অধিকারী হবে ডিজনি। পাবে যুক্তরাষ্ট্রের বাইরে ফক্সের নিয়ন্ত্রণে থাকা স্টার ইন্ডিয়ার কর্তৃত্বও।
চুক্তির অধীনে ফক্সের ১৩শ কোটি ডলারের ঋণের বোঝাও কাঁধে নিচ্ছে ডিজনি। ফক্স জানিয়েছে, অনলাইনে বিজ্ঞাপন এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সংবাদ ও বিনোদন প্রচারের কারণে হুমকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার ৮৬ বছর বয়স্ক রুপার্ট মারডক আগামীতে ভিন্ন ধারায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
Leave a reply