ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া ৪৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছাত্রীর মা মমতাজ বেগম অভিযুক্ত শিক্ষকের শাস্তি ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনা তদন্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, শিক্ষক মোঃ জাকির হোসেন তৃতীয় শ্রেণির ক্লাসে বাংলা বিষয়ে পাঠদান কালে ১৩ দিন ধরে বিভিন্ন অযুহাতে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন যায়গায় স্পর্শ করে যৌন নির্যাতন করে আসছিল। এ ঘটনা অন্যকাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখান শিক্ষক জাকির হোসেন। পরে গত ২১ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রী বিষয়টি মা মমতাজ বেগমকে জানান। মমতাজ বেগমকে জানালে তিনি প্রধান শিক্ষক মাসুমা বেগম ও প্রাথকিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামকে অবহিত করেন। কিন্তু পরবর্তীতে কোন পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন মা মমতাজ বেগম।
Leave a reply