অনেক লোক বিমানে। কেবিনে বসে দম বন্ধ হয়ে আসছে। তাই বাধ্য হয়ে বিশুদ্ধ বাতাস পেতে বিমানের ইমার্জেন্সি গেইট খুলে দিলেন এক মহিলা।
ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর মধ্য চীনের হুবেই প্রদেশের য়ুহান তিয়ানহে আন্তর্জাতিক বিমানবন্দরে। জিয়ামেন এয়ারলাইনসের ৮২১৫ বিমানে চড়েছিলেন ওই মহিলা যাত্রী। বিমানে উঠেই দেখেন প্রচুর লোক। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তিনি বুঝতে পারলেন, দম বন্ধ হয়ে আসছে।
জানা গিয়েছে, কেবিনের বিমানকর্মীরা ওই মহিলাকে নিষেধও করেছিলেন যাতে তিনি বিমানের আপৎকালীন প্রস্থানের দরজার লিভারে হাত না দেন।
পাত্তাই দেননি ওই মহিলা। ঘটনাটির একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, সটান খুলে দিয়েছেন আপৎকালীন দরজা। ভাল খবর এটাই যে, বিমান আকাশে ওড়ার আগেই এই ঘটনা ঘটেছে। তখনও টারম্যাকে দাঁড়িয়েছিল বিমান। ফলে ঘটেনি কোনওরকম দুর্ঘটনা।
কিন্তু এই ঘটনার কারণে বিমান ছাড়তে প্রায় এক ঘন্টা মতো দেরি হয়। ঘটনাটির পরেই পুলিশ ডেকে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়। তারপরেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছিল বিমানটি।
Leave a reply