ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১২ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৮ মিনিটে ওই রোগীর মৃত্যু হয়। তার নাম সিরাজুল ইসলাম (৪০)। সে ফরিদপুরের সালথা উপজেলা মৃত শেখ ফেলুর ছেলে।
গত ২৪ তারিখ সকালে জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি। গত রাত থেকেই তার অবস্থার অবনতি হচ্ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা।
হাসপাতালের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন ১১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭৪ জন রোগী। গত ২০ জুলাই থেকে আজ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১,৬৪৬ জন ডেঙ্গু রোগী।
Leave a reply