প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের আনন্দ মিছিল

|

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

আজ শনিবার বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা যোগ দেন।

এর আগে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন। সেখান থেকে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময়, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার ফেস্টুন বহন করেন নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply