আওয়ামী লীগের দু:শাসনে দেশের সব সেক্টর ধ্বংস হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত নয় বলে দেশের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আ স ম হান্নান শাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
দেশ বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্বারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।
একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুদ্ধি অভিযানের নামে নাটক করছে। তাই নাটক না করে অপরাধীদের তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। বলেন, উন্নয়নের নামে সরকার জনগণের অর্থ লুটপাট করছে।
Leave a reply