ছাত্রী নিপীড়নে অভিযুক্ত জাবি শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

|

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোববার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাকে অব্যাহতি দেন।

দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত দল সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুপারিশ করে। পরিপ্রেক্ষিতে উপাচার্য ফারজানা ইসলাম তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন।

সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন তারই বিভাগের এক ছাত্রী। এই হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগও করেন তিনি। লিখিত এ অভিযোগ ‘ধামাচাপা’ দেয়ার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ছাত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply