ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র হাজী শরীয়তুল্লাহ বাজারে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এঘটনায় আহত অন্তত পাঁচজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
জানাগেছে, ওই বাজারের সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকু ও বর্তমান সাধারণ সম্পাদক নূর ইসলাম মোল্লার মধ্যে নুর ফল ভান্ডার নামের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ ভাগাভাগিতে অনিয়মকে কেন্দ্র করে শনিবার রাতে বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়।
আহতরা হলেন, সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান পিকু (৫৫) ও তার দুই ভাতিজা মাহামুদুল হাসান হিরক (২৭) ও তাসবিউর রহমান সিক্ত (২০), সাবেক সহ সভাপতি এম এ মুসা (৫৫), লাইন সম্পাদক সতীস সরকার (৫২), আজিজুল হক খাঁন (৩৫) ও সোহেল মিয়া (৩০) সহ অন্তত ১০ জন আহত হয়।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম পিপিএম জানান, এঘটনায় উভয় পক্ষ অভিযোগ দেয়ার পর তা এফআইআরভুক্ত করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply