চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল মতিন প্রধান মেম্বারকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। আজ রোববার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মতলব উত্তর উপজেলার কোয়রকান্দি এলাকার আব্দুল কাদির ফকিরের ছেলে আবুল কালাম (৫০), মো. বাবুল (৪২), মো. খোকন (৪৫) ও কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী থানার আশুরকান্দা এলাকার ফল্লু মিয়ার ছেলে মো. লিটন (১৯)।
নিহত মতিন ও আসামি ৩জন সম্পর্কে মামা-ভাগিনা। সম্পত্তিগত বিরোধ নিয়ে ২০১৫ সালের ৭ জুলাই রাতে মতিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। আহত মতিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এই ঘটনায় নিহতের মেয়ে নাছিমা বেগম মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় ৪ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৮জনের সাক্ষ্য গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেন।
Leave a reply