রাস্তার পাশে ময়লা পরিষ্কার করে ফুলের বাগান!

|

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌরসভার ঢাকা-রায়পুর মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে ভাগাড়ে পরিনত হয়। ফলে চলাচলরত যাত্রী সাধারণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। এখন সে স্থানে ফুলের বাগান। শোভা পাচ্ছে সৌন্দর্য। এমন সৌন্দর্য ফিরিয়ে এনেছে বিডি ক্লিন লক্ষ্মীপুর নামে একটি সংগঠন।

সোমবার দুপুরে বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের অক্লান্ত প্রচেষ্টায় ময়লা পরিষ্কার করে বানানো হয় ফুলের বাগান। শিক্ষার্থীরাসহ বিডি ক্লিনের অর্ধশত সদস্য অংশ গ্রহণে এ কার্যক্রম উদ্বোধন করেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারি, আদনান চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী।

বিডি ক্লিন লক্ষ্মীপুরের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত বলেন, ‘সংগঠনটির যাত্রা শুরুর পর গত দুই বছরে সদস্যদের স্বেচ্ছাশ্রমে লক্ষ্মীপুর জেলায় অনেক স্পটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে জেলার সব জায়গা পরিচ্ছন্ন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেসব স্থান যেন ফের ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সে বিষয়ে সকলের সচেতনতা দরকার। স্থানীয় প্রশাসন যদি নজরদারি করে তাহলে আমরা পরিচ্ছন্ন লক্ষ্মীপুর গড়তে সক্ষম হবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply