বিগত নির্বাচনের মতোই রংপুর ৩ আসনের উপ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: সিইসি

|

বিগত সময়ে নির্বাচনের মতোই রংপুর-৩ আসন উপ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কিছু দুষ্ট প্রকৃতির কর্মকর্তাদের কারণে রোহিঙ্গারা ভোটার হয়েছে; ইতোমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন উপলক্ষে কমিশনসহ সব বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকটি কেন্দ্রে ইভিএম এ ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশিক্ষণও শেষ হয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন ঘিরে ভোটারদের যেমন আগ্রহ রয়েছে তেমন কমিশনেরও সার্বিক প্রস্তুতি রয়েছে। সবমিলিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন বলেও আশা করেন তিনি। কোন অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিইসি।

সভায় রংপুর বিভাগীয় কমিশনারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply