স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন স্থগিত ষোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এক লিখিত বক্তব্য এই ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ দিনের ভিসি বিরোধী আন্দোলনে যারা তাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তাছাড়া তাদের আন্দোলন সংবাদ তুলে ধরায় গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। তবে অনিয়ম ও দুর্নীতিবাজ সদ্য পদত্যাগী ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ও তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা বিশ্বদ্যালয় ক্যাম্পাসে রং মেখে, একে অন্যকে জড়িয়ে ধরে আবিরের রংয়ে রাঙ্গিয়ে আনন্দ উল্লাস করছে।
Leave a reply