উপাচার্যের ‘জয় হিন্দ’ বিতর্কের পর এবার একটি অডিও রেকর্ড নিয়ে তোলপাড় রাজশাহী বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ভাইরাল অডিওটি একজন চাকরি প্রত্যাশীর স্ত্রীর সাথে প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার।
অডিও’তে শোনা যায়, সাদিয়া নামে এক নারীকে প্রো-ভিসি পরিচয়ে ফোন করেন একজন। ওই নারীকে কোন একটি বিষয় নিয়ে টাকার কথা জিজ্ঞাসা করা হয়। কত টাকা দেয়ার প্রস্তুতি রয়েছে, তা জানতে চাওয়া হয় নারীর কাছে। দু-একটি কথা বলতেই কেটে দেয়া হয় ফোনের সংযোগ। বিষয়টি নিয়ে জানতে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয় প্রো-ভিসির সাথে। কিন্তু তাকে পাওয়া যায়নি।
Leave a reply