কংগ্রেসের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

|

ভারতের ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বর্তমান বিরোধীদল কংগ্রেসের ৪৯তম সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধীর পদত্যাগের পর রাহুল দায়িত্ব নিলেন।

১৯৯৮ সাল থেকে সোনিয়া কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক দায়িত্ব পালনের পর শুক্রবার অবসরের ঘোষণা দেন তিনি।

গান্ধী পরিবার থেকে কংগ্রসের সভাপতির দায়িত্ব পালন করা ৬ষ্ঠ ব্যক্তি হলেন রাহুল।

শুক্রবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ৭১ বছর বয়সী সোনিয়া জানান, আপাতত বিশ্রাম নিতে চান তিনি। তবে আভাস দেন, সভানেত্রীর পদ ছাড়লেও যুক্ত থাকবেন দলের পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে।

টানা ১৯ বছর কংগ্রেসের প্রধান ছিলেন সোনিয়া। তার নেতৃত্বে দু’বার জাতীয় নির্বাচনে জয়ী হয় কংগ্রেস। তবে একবারও প্রধানমন্ত্রীর পদ নেননি ইতালিয়ান বংশোদ্ভুত এই নারী। তার বিদায়কে কংগ্রেসে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন ৪৭ বছর বয়সী রাহুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply