দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে ও ঘাটতি পূরণে প্রত্যেকদিন বাজারে আমদানি করা পেঁয়াজ ঢুকবে। তাই শিগগরই দাম কমে আসবে বলে আশা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের। দুপুরে কাওরানবাজারের সংস্থার কার্যালয়ে খুচরা পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক সভা করে তিনি এই আশ্বাস দেন।
এই বৈঠকে কাওরান বাজার, শ্যামবাজার, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা অংশ নেন। এতে ব্যবসায়ীরা বলেন, খুচরা বাজারে দাম বাড়ানো বা কমানোর কিছু থাকেনা।
ব্যবসায়ীরা বলেন, আমদানিকারক ও মজুদদারা পেঁয়াজের দাম বাড়িয়েছে। সিন্ডিকেট করে যেসব ব্যবসায়ী পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। বাজার মনিটরিংয়ে ব্যবসায়ীরা অধিদপ্তরকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন।
ভোক্তা অধিকারের মহাপরিচালক জানিয়েছেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যমূল্য ঠিক রাখতে নিয়মিত তারা মনিটরিং অভিযান পরিচালনা করছে।
Leave a reply