যুক্তরাষ্ট্র চাইলে আমার কথোপকথন প্রকাশ করতে পারে: পুতিন

|

MOSCOW, RUSSIA - MAY,30 (RUSSIA OUT) Russian President Vladimir Putin gestures during the awarding ceremony of the Parental Glory Order at the Grand Kremlin Palace in Moscow, Russia, May,30, 2019. Vladimir Putin presented the Order of Parental Glory to families with seven and more children as a part of celebration of upcoming International Children's Day. Photo by Mikhail Svetlov/Getty Images

ট্রাম্প প্রশাসন চাইলে রুশ প্রেসিডেন্টের সাথে কথোপকথনও প্রকাশ করতে পারে। এতে কিছু মনে করবেন না, জানিয়েছেন ভ্লাদিমির পুতিন নিজেই।

পুতিন বলেন, গোপন করার মতো কোনো দুর্বলতা তাদের নেই।

ভ্লাদিমির পুতিন বলেন,”যেকোনো কথপোকথন জনসম্মুখে প্রকাশে আমি প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার আলাপ নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে কিছু লোক। এ অবস্থায় মার্কিন প্রশাসন আমাদের আলোচনা প্রকাশ করলে তাতে আমার আপত্তি নেই। ট্রাম্পেরও কোনো দুর্বলতা নেই। নীতিবোধ থেকেই সবাই আলোচনা ফাঁসের বিরোধী।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply