বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিতে, তথ্যপ্রযুক্তি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ দেয়া ভাষণে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সম্মেলনের বাংলাদেশ বিষয়ক অধিবেশনে যোগ দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ নয়াদিল্লির ‘বিমান বাহিনী স্টেশন- পালামে’ পৌঁছায় তাকে বহনকারী বিমান। সেখানে তাকে স্বাগত জানান ভারতের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী; বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
আগামীকাল শনিবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন শেখ হাসিনা।
সফরে তিস্তার পানিবন্টন, রোহিঙ্গা সংকট ও আসামের নাগরিকত্ব তালিকাসহ নানা ইস্যুতে আলোচনা-সমঝোতা হওয়ার কথা রয়েছে। হবে বেশ কিছু চুক্তি স্বাক্ষর।
ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সাথেও বৈঠক করবেন শেখ হাসিনা।
Leave a reply