নয়াদিল্লিতে আজ শেখ হাসিনা-মোদি বৈঠক

|

আজ নয়াদিল্লির বৈঠকে ৬/৭টি স্মারক সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। যৌথভাবে উদ্বোধন করবেন ৩ প্রকল্প। এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চারদিনের নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রীর সবচেয়ে ব্যস্ত সূচি শনিবার। এদিন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, সম্পর্ককে নতুন মাত্রায় নিতে কাজ করছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। বাড়তি গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ। ইঙ্গিত দেয়া হয়, তিস্তা নয়; আপাতত আলোচনায় গুরুত্ব পাবে সাতটি যৌথ নদী। দিল্লি জানিয়েছে, পেঁয়াজ নিয়ে শেখ হাসিনার মন্তব্যকে গুরুত্বের সাথে নিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply