রিফাত হত্যাকাণ্ড: চার আসামির আত্মসমর্পণ

|

বরগুনা প্রতিনিধি:

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

চার আসামি- মোহাইমিনুল ইসলাম রিফাত (১৯), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ রায়হান (১৬) এবং প্রিন্স মোল্লা (১৫)।

বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মোহাইমিনুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান এবং বাকি তিনজনকে শিশু আদালতে প্রেরণ করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, রিফাত হত্যা মামলার পলাতক আট অভিযুক্তের মধ্যে চারজন রোববার সকালে স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

এর আগে গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম গাজী এ মামলার পলাতক আট অভিযুক্তের মালামাল ক্রোকের নির্দেশ দেন। এ মামলার এখনো চারজন পলাতক রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply