ম্যাচ খেলানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি আম্পায়ার নাসিম শেখের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
ডাক্তাররা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাসিম। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে পেশাদারি আম্পায়ারিংয়ে নাম লেখান এ অভিজ্ঞ।
মৃতের আত্মীয়রা জানান, গেল বছর এনজিওগ্রাফি করান নাসিম। কিন্তু তার হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা ধরা পড়েনি।
Leave a reply