চুক্তি বাতিল করে প্রমাণ করুন সরকার আবরারের বিচার চায়: রিজভী

|

জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করে প্রমাণ করুন সরকার আবরারের বিচার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সারা দেশকে টর্চার সেলে পরিণত করেছে সরকার। এসময় তিনি আরও বলেন, যে কারণে আবরারকে হত্যা করা হয়েছে; সেদিক থেকে সরকার দৃষ্টি ফেরাতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত অমিত সাহার বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা তো নিচ্ছেই না বরং তাকে বাচাঁতে প্রশাসন তৎপর।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলেনের আগে দেশ বিরোধী চুক্তি বাতিল হবে কিনা তা জানতে চায় জনগণ বলেও জানান রিজভী আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply