মানুষ না মানলেও, মানুষের তৈরি ট্রাফিক নিয়ম মেনে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে একটি গরু।
বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম যেন নৈমিত্তিক ব্যাপার। রাস্তায় বেরিয়ে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা নিঃসন্দেহে বিরক্তিকর। ট্র্যাফিক আইন ভাঙতে মানুষও বেশ সিদ্ধহস্ত। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চোখে পড়ে এমন দৃশ্য। কোনো কারণে সিগন্যালে ট্র্যাফিক পুলিশ না থাকলে কেউ কেউ নিয়ম ভেঙেই গাড়ি নিয়ে বেরিয়ে যান।
তবে মানুষ না মানলেও, মানুষের তৈরি ট্র্যাফিক নিয়ম মেনে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে একটি গরু।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, লাল হয়ে থাকা ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো গাড়ি। আর সেগুলোর পাশেই নিয়ম মেনে নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে একটি গরু।
প্রীতি জিনতার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ৬ অক্টোবর, রবিবার পোস্ট করা হয় নয় সেকেন্ডের ভিডিওটি। ইতোমধ্যে সেটি দেখা হয়েছে প্রায় ৬০ হাজার বার। সেইসঙ্গে চলছে লাইক, কমেন্ট এবং শেয়ার।
তবে ভিডিওটি ঠিক কোন শহর থেকে ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি দেখে কেউ বলছেন, এ কারণেই পশুদের আচরণ কখনও কখনও মানুষের থেকেও ভাল হয়।
Leave a reply