আবরারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

|

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আবরারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় কুষ্টিয়া জিলা স্কুল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে ২০১৫ সালের এসএসসি ব্যাচের আবরারের বন্ধুরা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখারুল ইসলাম লোটাস, আবরারের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদ, জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবি, জিলা স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, আবরারের সহপাঠী, জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

দোয়া মাহফিলে আবরারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া জিলা স্কুর মসজিদের ইমাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply