জাবিতে আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

|

শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের সামনে গিয়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, আবরার হত্যার ঘটনায় সকল আসামিদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রেখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

এদিকে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালীন সময়ে ঢাকা-অরিচা মহাসড়কের আরিচাগামী লেনে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply