পূজা উপলক্ষ্যে মদপানে পাঁচজনের মৃত্যু

|

খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় পূজা উপলক্ষ্যে অতিরিক্ত মদ্পানে দুইভাইসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, নগরীর গ্যালাক্সো মোড়ের সুজন শীল, গল্লামারীর প্রসেনজিত দাস ও তার আপন ভাই তাপস, ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।

চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে পাঁচজন অতিরিক্ত মদপান করে। এদের মধ্যে পরিমল ও তাপসকে রাতে মৃত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অপর তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্তের জন্য পাঁচজনের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply