খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় পূজা উপলক্ষ্যে অতিরিক্ত মদ্পানে দুইভাইসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নগরীর গ্যালাক্সো মোড়ের সুজন শীল, গল্লামারীর প্রসেনজিত দাস ও তার আপন ভাই তাপস, ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।
চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে পাঁচজন অতিরিক্ত মদপান করে। এদের মধ্যে পরিমল ও তাপসকে রাতে মৃত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অপর তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্তের জন্য পাঁচজনের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে।
Leave a reply