ঢাকা ওয়াসাকে আরও সেবামূলক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পানি ব্যবহারের সবাইকে সচেতন হতে হবে। পানির অপচয় যেন না হয় সেদিকেও নজর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা পানি শোধনাগার প্রকল্প, সাভারের তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড এর উদ্বোধন ও রুপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় তিনি বলেন, পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
Leave a reply