এক সপ্তাহে তৃতীয়বারের মতো ভারতের আকাশে পাকিস্তানি ড্রোন

|

এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ভারতের আকাশে হানা দিলো পাকিস্তানি ড্রোন। বুধবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গিয়েছে পাঞ্জাবের ফিরোজপুরের আকাশে। এই নিয়ে তিন দিনে দু’বার একই এলাকায় সন্দেহজনকভাবে পাকিস্তানি ড্রোন চিহ্নিত করল বিএসএফ।

ভারতের সংবাদসংস্থা জানাচ্ছে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি ড্রোন দেখা যায় হজরসিংওয়ালা গ্রাম থেকে। আবার তেন্ডিওয়ালা অঞ্চল থেকে রাত ১০টা ১০মিনিট নাগাদ আরেকটি ড্রোন দেখতে পাওয়া যায়।

পাঞ্জাবের ফিরোজপুর জেলার পুলিশ সুপার সুখবিন্দর সিংহ জানান, আমরা বেশ কয়েকদিন ধরেই ড্রোনের মতো কোনও যন্ত্রকে উড়তে দেখছি ভারতের আকাশসীমায়। বিষয়টি বিএসএফ-এরও নজরে এসেছে। আমরা তদন্ত করছি।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গত ১০ দিনে আটবার এমন ঘটনা ঘটেছে পঞ্জাবে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে ওই ড্রোনগুলি। উন্নত প্রযু্ক্তিতে তৈরি ওই ড্রোনগুলি ৫ কেজি পর্যন্ত ওজন বইতে পারে। মাটির কাছাকাছি উচ্চতায় থেকেই দ্রুত গতিতে সেগুলি উড়তে সক্ষম। ফলে নজর এড়িয়ে যেতেও সক্ষম ড্রোনগুলি।

সম্প্রতি পঞ্জাবেরই তরণতারণ জেলায় অর্ধেক পুড়ে যাওয়া একটি ড্রোন উদ্ধার হয়। আটারি এলাকায় জঙ্গিরাই সেটি পুড়িয়ে দেয় বলে ধারণা পুলিশের। এরপর অক্ষত অবস্থায় আরও একটি ড্রোন পাঞ্জাব পুলিশে জব্দ করেছে। পুলিশের একটি সূত্রের বরাতে আনন্দবাজার জানাচ্ছে, ওই ড্রোনে জঙ্গিদের পাঁচটি স্যাটেলাইট ফোন সরবরাহ করা হচ্ছিল। পুলিশ সেগুলি উদ্ধার করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply