লোহিত সাগরে বিস্ফোরণ ঘটেছে ইরানি তেলবাহী ট্যাংকারে। শুক্রবার জেদ্দা বন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয় ইরানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান- NOIC’র জাহাজটি।
বিস্ফোরণের পর সাগরে ছড়িয়ে পড়েছে তেল। তবে এতে হতাহতের ঘটনা হয়নি। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করছে ইরানের গণমাধ্যম।
NOIC’র দাবি, মিসাইল আক্রমণে বিস্ফোরিত হয়েছে ট্যাংকার। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখায়নি তারা।
বিশ্লেষকরা বলছেন, এবারের ঘটনার পর ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা বাড়বে আরও। গত কয়েক মাসে উপসাগরীয় এলাকায় বেশ কয়েকটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। অবশ্য দায় অস্বীকার করে ইরান।
Leave a reply