ইরিত্রিয়ার সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগী ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ।
দীর্ঘ দুই দশকের বৈরিতার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষিত ‘শান্তিচুক্তি’তে সই করে ইথিওপিয়া ও ইরিত্রিয়া। ২০১৮ সালের ৯ জুলাই ইরিত্রিয়ার রাজধানী আসমারা’তে ‘শান্তি ও বন্ধুত্বের যৌথ ঘোষণা’য় সই করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ও ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসায়িয়াস আফকের্কি।
২০১৮ সালে এপ্রিলে অ্যাবি ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিভিন্ন ধরনের সংস্কার নীতি গ্রহণ করতে থাকেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাকা দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। শুরুতেই তিনি জরুরি অবস্থার অবসান ঘটান, বন্দিদের মুক্ত করে দেন, বিদেশিদের জন্য বিনিয়োগের সুযোগও অংশত উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন। দুই দশক বৈরী সম্পর্ক পুষে রাখা ইরিত্রিয়ার সাথেও সংলাপ শুরু করেন তিনি। এরই ফল হিসেবে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সই হয়।
দুই দশকের এই যুদ্ধে দুই দেশের সীমান্তে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।
Leave a reply