প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক হাজার কোটি টাকার সরঞ্জাম কিনবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।
আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় কারও মুখাপেক্ষী যাতে না হতে হয় এ লক্ষ্যে কাজ করছে সরকার। বলেন, সরকার সচেতন না হলে প্রাকৃতিক দুর্যোগে কত বড় ক্ষতি হতে পারে ‘৯১ এর ঘুর্ণিঝড়ই তার বড় প্রমাণ। দেশের ১৪ জেলায় ১০০টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ৬৪টি জেলায় ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a reply