রোহিঙ্গাদের ওপর হামলা ‘সুচিন্তিত ও পূর্ব-পরিকল্পিত’: জাতিসংঘ

|

United Nations High Commissioner for Human Rights Mr. Zeid Ra’ad Al Hussein speaks during the thirtyfirst regular opening of session of the Human Rights Council, Geneva, Switzerland, February 29, 2016. UN Photo/Pierre Albouy

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা ‘সুচিন্তিত ও পূর্ব-পরিকল্পিত’। সোমবার বিবিসিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে এ কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার জেইদ রাদ আল হুসেইন। তিনি রাখাইন রাজ্যে অবিলম্বে সেনা তৎপরতা বন্ধের জন্যেও সু চি প্রশাসনের প্রতি আহ্বান জানান। রা’দ সাক্ষাৎকারে আরও বলেন, আদালত যদি রোহিঙ্গা সংখ্যালঘুদের গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে তাতে অবাক হবেন না তিনি। অবশ্য সু চি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন হবে বলেই মনে করা হয়। এর আগে রা’দই রাখাইনে জাতিগত নিধনকে ‘টেক্সটবুক অব এক্সাম্পল’ হিসেবে আখ্যা দেন। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। তার ওপর নতুনভাবে যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার চুক্তি করায় কিছুটা আতঙ্কিত বোধ করছেন রা’দ। তার আশঙ্কা মিয়ানমারের এমন দ্বিমুখী আচরণ পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply