আদালত প্রতিবেদক:
সোমবার সকাল ৯টা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আজকের দিনের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু কয়েকজন আইনজীবীর পক্ষ থেকে কার্যতালিকাভুক্ত মামলা শুনানির জন্য সময় (শর্ট পাসওভার) চাওয়া হয়।
এসময় মামলা সংক্রান্ত আইনজীবীদের পক্ষে অন্য একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে বলেন, ‘মাই লর্ড, আজ রাস্তায় অনেক জ্যাম। একটু সময় (শর্ট পাসওভার) দিন, মামলা সংশ্লিষ্ট আইনজীবী পথে আছেন এবং একটু পরই আসবেন।’
কার্যতালিকায় থাকা কয়েকটি মামলার ক্ষেত্রে এরকম শর্ট পাসওভার চাওয়ার একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন তার মামলা মুভ করার জন্য আপিল বেঞ্চের ডায়াসে আসেন। এসময় এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যরি মাই লর্ড। একটু দেরি হয়ে গেল, আজ রাস্তায় অনেক জ্যাম ছিল।’
এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা তো ঠিক সময়েই কোর্টে আসি।’
জবাবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘মাই লর্ড, আপনারা তো উল্টো পথেও আসতে পারেন। তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘না, না, না। আমি কখনোই রাস্তার উল্টো পথে গাড়ি নিয়ে আসি না।’
এসব কথার পর আবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চে দিনের কার্যতালিকায় থাকা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
Leave a reply