রাজধানীর ইসলামপুরে গুলশান আরা সিটি মার্কেটে অভিযান চালিয়ে ৮০টন কাপড় জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এর মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য চোরাইপথে খোলা বাজারে বিক্রি করার অভিযোগে এসব কাপড় জব্দ করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
মধ্যরাতে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, গুলশান আরা সিটির ৫ম তলার ৫টি গুদাম থেকে ৮০টন বন্ডেড চোরাই ফেব্রিক্স মজুদ পাওয়া যায়।
এসব ফেব্রিকস বিভিন্ন রপ্তানিমূখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে। অভিযানে কাস্টমস বন্ড এর প্রায় একশ’ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও সিআইডি পুলিশ এই অভিযানে সহায়তা করেন। জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানানো হয়েছে। ।
Leave a reply