বৈশ্বিক ক্ষুধা সূচকে দু’ধাপ পিছিয়ে ৮৮তম অবস্থানে বাংলাদেশ। তালিকার ১১৭টি দেশের মধ্যে প্রতিবেশি ভারতের চেয়ে এগিয়ে থাকলেও, অনেকটা পিছিয়ে মিয়ানমারের তুলনায়।
১শ’ পয়েন্টের মানদণ্ডে বাংলাদেশের স্কোর ২৫ দশমিক আট। ৬৬তম অবস্থানে থাকা শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। ৭৩তম অবস্থানে থাকলেও, আঞ্চলিকভাবে ২০০০ সালের পর সবচেয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে নেপালে। আর মিয়ানমার, পাকিস্তান আর ভারতের অবস্থান যথাক্রমে ৬৯, ৯৪ ও ১০২তম। তালিকায় সবচেয়ে পিছিয়ে যুদ্ধবিধ্বস্ত শাদ, ইয়েমেন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা- কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মান সংস্থা- ওয়ার্ল্ড হাঙ্গার এইড যৌথভাবে তৈরি করেছে প্রতিবেদনটি।
Leave a reply