রাজনীতি ও নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়তে বুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা গণশপথ নিয়েছেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে গণশপথে অংশ নেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারিরা।
শপথ নিয়ে বেলা ১১টা থেকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে জমায়েত হন শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর ১২টায় গণশপথ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি দেরিতে শুরু হয়।
পরে বুয়েট ভিসি ড. অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আবরার হত্যায় বুয়েটের তদন্ত কমিটির রিপোর্টের পর হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করা হবে।
এসময় শিক্ষার্থীরা বলেন, টানা ১০ দিনের আন্দোলনে অর্জন অনেক। ১০ দফা দাবি পুরো বাস্তবায়ন হবে বলে আশা তাদের।
গেলো ৬ অক্টোবর বুয়েটে শেরে বাংলা হলে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় আবরার ফাহাদের। সাত অক্টোবর আবারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে উত্তাল হয় বুয়েট ক্যাম্পাসহ গোটা দেশ। তারপর ১০ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
Leave a reply