চাঁদপুরে নৌ-পুলিশের উপর জেলেদের হামলা; আহত ৩, আটক ২৪

|

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:

চাঁদপরে নৌ পুলিশের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে পুলিশের দুই সদস্য ও এক জেলে আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। অভিযানে পুলিশ ৯ জেলেকে আটক করেছে।

এসময় ২৬ কেজি মা ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২টি নৌকা জব্দ করা হয়। বুধবার সকালে মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের বিরুদ্ধে মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে নৌ পুলিশের পৃথক আরও দুটি অভিযানে আরও ১৫ জেলেকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে কোস্টগার্ড নদী থেকে ৫ জেলেকে আটক করেছে। পরে এদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply