প্রশ্নপত্র ফাঁস: নাটোরে প্রথম ও চতুর্থ শ্রেণির পরীক্ষা স্থগিত

|

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নাটোর সদরের ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন মাধ্যমে তিনি দু’টি শ্রেণির প্রশ্ন ফাঁস হবার খবর পান। সবার হাতে হাতে প্রশ্ন, এমন বিষয়টিও কানে আসে। এরপর পরই তদন্ত করেন তিনি। মেলে প্রমাণও। তারই পরিপ্রেক্ষিতে ১০২টি স্কুলে গণিতের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন ইউএনও। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। উপজেলা শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধায়নে বিভিন্ন স্কুলের শিক্ষকদের সমন্বয়ে এই প্রশ্নপত্র তৈরি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply