আবারও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোল করায় এ পুরস্কার জিতেছেন তিনি। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ এবং টানা তৃতীয়বার এটি শোকেসে ভরলেন ছোট ম্যাজিসিয়ান।
কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে পুরস্কারটি ঘরে তোলেন মেসি। গেল মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া লিগে ৩৬ গোল করেন বার্সা অধিনায়ক। আর ফরাসি ক্লাব পিএসজির প্রাণভোমরা করেন ৩৩ গোল।
পুরস্কারটি জয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চারবার এ পুরস্কার জিতেছেন তিনি।
গোল্ডেন বুট জয়ের পর সঙ্গীদের ধন্যবাদ জানান মেসি। তিনি বলেন, আবারও সাফল্যের স্বীকৃতি পেলাম। সতীর্থদের ছাড়া এর একটিও জিততে পারতাম না। সবাইকে ধন্যবাদ।
Leave a reply