বোরহানউদ্দিনে ৪ প্লাটুন বিজিবি-কোস্ট গার্ড মোতায়েন

|

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়দের সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে চার প্লাটুন বিজিবি (বর্ডার গর্ড বাংলাদেশ) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নিকটস্থ ব্যাটালিয়ন থেকে তারা রওনা হয়েছেন।

এছাড়া হেলিকপ্টারযোগে সেখানে ইতোমধ্যে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করেছেন। পুলিশের পাশাপাশি তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ভোলার বোরহানউদ্দিনে চার প্লাটন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পিআরও (জনসংযোগ কর্মকর্তা) মো. শরীফুল ইসলাম।

এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া সেল জানিয়েছে, বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষায় এক প্লাটুন কোস্টগার্ড কাজ করছে।

বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামে একজনের ফেসবুক আইডি থেকে শুক্রবার বিকালে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে।

যদিও পরে পুলিশের হাতে আটক অভিযুক্ত যুবক দাবি করেছেন তার আইডি হ্যাক করা হয়েছিল।

একপর্যায় কয়েকটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। পরে ফেসবুকে প্রতিবাদ শুরু হয়। জানাজানি হয় স্থানীয়দের মধ্যে। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সেই সমাবেশকে কেন্দ্রে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত ও পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply