আগামী ৬ মাস ‘শিরোনামহীন’ এর গান গাইতে পারবেন তুহিন

|

ব্যান্ড ‘শিরোনামহীন’ এর গান গাইতে পারবেন ব্যান্ডটির সাবেক গায়ক তুহিন ও তার ব্যান্ড আভাস।

আগামী ছয় মাস পর্যন্ত তারা এটি করতে পারবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এরপর নতুন করে রিভিউয়ের মাধ্যমে গানের স্বত্ব নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উচ্চ আদালতের একটি বেঞ্চ।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে শিরোনামহীনের পক্ষে ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে মামলা করেছিলেন নিম্ন আদালতে। তখন জানানো হয়, শিরোনামহীনের গান গাইতে পারবেন না তুহীন কিংবা তার ব্যান্ড আভাস।

চলতি বছরের আগস্ট মাসের ২৯ তারিখে শিরোনামহীন নিম্ন আদালতে এ মামলা করেন। এর প্রেক্ষিতে আভাস ব্যান্ডের পক্ষে আইনজীবী মিজানুর রহমান হাইকোর্টে পিটিশন দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply