জবাবদিহিতা করতে হয় না বলেই ভোলায় গুলি করে হত্যা: মোশাররফ

|

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতা করতে হয় না বলেই ভোলায় গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় ড. মোশাররফ বলেন, ভোলার মানুষের প্রতিবাদকে স্থানীয় প্রশাসন সুকৌশলে সাম্প্রদায়িক রূপ দেয়ার ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছে।

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে জনমতের মূল্য নেই বলেই ভোলায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে সরকার ও পুলিশ। ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply