এ বছর হচ্ছে না বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল

|

প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজন করা হয় বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল। ২০১২ সালে এ উৎসব শুরু হয়েছিলো। উপমহাদেশের সংগীতগুরুরা এখানে অংশ নিতেন। কিন্তু এবছর উৎসবটির আয়োজন করা হচ্ছে না। আজ বেঙ্গল ক্লাসিক তাদের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

স্ট্যাটাসে তারা লেখেন, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনিবার্য পরিস্থিতির কারণে বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন এবার বেঙ্গল ফাউন্ডেশন করবে না। এজন্য আমরা আমাদের দর্শক ও শ্রোতারা যারা পূর্ণ ভালোবাসা নিয়ে আমাদের প্রোগ্রাম দেখে আসছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

গত বছর ভেন্যু জটিলতায় উৎসবটি ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়। জানা গেছে, বেঙ্গল কর্তৃপক্ষ আগামী বছরের ফেব্রুয়ারিতে উৎসবটির আয়োজন করতে পারেন। উৎসবের সহযোগিতা ও শিল্পী ব্যবস্থাপনার কাজে থাকে ভারতের প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল। যদি সময়মতো উৎসব আয়োজনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে উৎসবটিকে অন্য কোনো দেশের অন্য কোনো শহরে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply